হে প্রভু, এমন একটা জীবন দান করুন।
যে জীবন হবে গৌরবান্বিত, কীর্তিময়ী।
যেদিন আমি চলে যাবো সবাকে ছেড়ে;
মৃত্যুর কোলে শুয়ে যেন সুখেতে ভেসে !
আমাকে দেখে কাঁদে যেন  শমন !
দানে আমি রাজা তুল্য হতে চাই;
প্রেমপূর্ণ বিশাল বক্ষে উদার অম্বরী সেজে।
প্রাণে আমি পবর্ত সম, গুণে বিশ্বজননী।
অতি উপরে যেতে চাইনা, যেথায় মানুষ পাবেনা মোরে ।
দরিদ্রের পর্ণকুটীর তলে বিশ্ব মাতাবো নিজ বলে।
এমন একটা জীবন চাই, যে জীবনে চাই না কিছুই,
শুধু চাই ভালবাসা।।





                                                                                
রচনাকাল : ০৫/০৩/২০১৭ইং