এমন একটা মানুষ চাই, যে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ।
মলিন হবে শুধু তার পদরেণু, মন শফেদ পূর্ণ।
এমন একটা মানুষ চাই, যার সতীত্বের গর্বে হবো ধণ্য।
প্রতিভাসম্পন্ন আলোকিত পরানে প্রেমে পড়ে হই পূর্ণ।
এমন একটা মানুষ চাই, যার হৃদয় হবে মহত্বে বলীয়ান।
আকর্ষণীয় বচনভঙ্গী, চলনে সংস্কারের রীতিমান।
এমন একটা মানুষ চাই, যে হবে সত্যের সন্ধানী সত্যব্রতী।
বিচলিত হবেনা কোন কারণে, হবে দৃঢ়মতি।
এমন একটা মানুষ চাই, যার পরান সাজানো মায়ায় ভরা।
আকুতি-মিনতি তার পিছু বসবে, যাবে শঙ্কায় মারা।
এমন একটা মানুষ চাই, যার চিত্ত করবে শুধুই ঈশ্বর স্মরণ।
অনন্যমনায় রবে নামযপে আসক্ত, অতিক্রম করবে সারাজীবন।
এমন একটা মানুষ চাই, যার দন্তরাজিতে সাজানো গজদন্তীর মালা।
হর্ষ হাসিতে মেলে দিবে মনের বাতায়ন, মনে থাকবেনা ছলাকলা।
এমন একটা মানুষ চাই, যে ভালোবাসবে শুধুই মোরে।
চিরদিনের তরে অতি আপন করে স্নিগ্ধ পরিসরে।
এমন একটা মানুষ চাই, যে শুধুই কাঁদবে মোর তরে।
মরণকে উপেক্ষা করে জেগে কাটাবে সারা রাত্রি ভরে।
এমন একটা মানুষ চাই, যার হবো আমিই প্রাণ সম।
বিপত্তি যার চরণে লুটিয়ে বলবে নগণ্য শক্তি মম।
এমন একটা মানুষ চাই, যার কায়ার গন্ধে রবো মোহিত।
স্নান সেরে অলক ভেজা সলিল, মুখে ছিটিয়ে দেবে আলতো।
এমন একটা মানুষ চাই, যার চোখের তারায় আমার স্বপন।
সাঁঝ-সন্ধে সরণির নীরে বসে হেরিবে, প্রিয় আসবে কখন?
এমন একটা মানুষ চাই, যার পৃথিবীতে একমাত্র আমিই অর্জন।
আঁধারি মনে, প্রজ্বলিত আলোক শিখায় ভরাবে জীবন।
রচনাকালঃ ২৭/০৯/২৪ইং