পৃথিবী আমায় ,বহু যতন করে রেখেছে
ব্যর্থতার ছবি আমার , ঠিকমতো দেখেছে,
আবার , দিয়েছে কিছু সফলতার ছোঁয়া
আজ কেন স্বপ্নের ছবি , হয়ে গেল ধোঁয়া?
কত অচেনা মানুষের সাক্ষাতে ভরেছে মন
দূরের মানুষ যত, হয়ে গেল আপন,
দিয়েছে তারা, উদার মনের যত ভালোবাসা
আজ কেন দিলো , ভালোবাসার বদলে হতাশা?
এতদিন আমি শক্ত পায়ে হেঁটেছি
অন্ধকারের আড়ালে ,আলো দেখতে চেয়েছি,
রূপকথার বাস্তবতা, যতন করে এঁকেছি
আজ কেনো আমি বড়ো, উদাস হয়ে বসেছি?
এটা কী ভাগ্যের বিড়ম্বনা, নাকি পৃথিবীর প্রথা?
প্রশ্নের উত্তরে মিলে , হাজারো কথা!
কোন কথা সত্য আর, কোন কথা মিথ্যা
যাচাই করতে গিয়ে আমি, বুকে পাই ব্যথা!!