ইয়া নাবিয়াল্লাহ ইয়া রাসূলাল্লাহ (নাতে রাসূল সঃ)
--সুহেল ইবনে ইসহাক
রাহমাতুল্লিল আলামিন, মানব জাতির সুখের বীণ
সঠিক পথের সন্ধানে আজ তোমাতেই হই বিলীন।
রহমতেরই সুধা তুমি, তুমি হাবিবাল্লাহ,
ইয়া নাবিয়াল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ।।
কেটে ঘোর অমানিষা, ফুটিলো আলোক শিখা
স্বপ্নরাঙা প্রভাতে আজ খুঁজে পেলাম তরীকা।
দ্বীনের আলো ধারণ করে গড়ে তুলি কেল্লা,
ইয়া নাবিয়াল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ।।
নবী প্রেমের আশেক হইয়া বাঁচাই ওরে আপন কুল,
ঈমান আমল শুদ্ধ করে তাওহীদেতে হই মশগুল।
নবী আমার নূরের নবী, আলহামদুলিল্লাহ,
ইয়া নাবিয়াল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ।।
নবীজির শান কেমনে বলি, সুহেল ইসহাক অধম হীন,
এই জগতের শ্রেষ্ঠ রসুল রাহমাতুল্লিল আলামিন।
মানবতার নবী তিনি, শুধাই মাশাল্লাহ,
ইয়া নাবিয়াল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ।।
রচনাকাল: ১০ অক্টোবর ২০২২, টরন্টো, কানাডা