ওয়া তুইজ্জু মানতাশা, ওয়া তুজিল্লু  মানতাশা
--সুহেল ইবনে ইসহাক  


আমাবস্যায় পাবে নাতো চাঁদেরও দেখা
সম্মানদিয়েই সম্মান পাওয়া বিধাতার লেখা
সম্মান পাওয়া শুধুমাত্র খোদার ভরসা,
ওয়া তুইজ্জু মানতাশা, ওয়া তুজিল্লু  মানতাশা ll

সফল জীবন গড়তে হলে চাই জীবনের দাম
সকল দামের সেরা দামযে নিজেরই সম্মান l
সফলকামী মানুষই পায় সবার ভালোবাসা,
ওয়া তুইজ্জু মানতাশা, ওয়া তুজিল্লু  মানতাশা ll

ন্যায়ের প্রতীক যাসনারে তুই নদের জলে ভাসি,
সম্মান তোর নিজ দুয়ারে বাজাবেই বাঁশি।
শক্ত ঈমান গড়ি সবে ঘুচিয়ে অমানিশা,
ওয়া তুইজ্জু মানতাশা, ওয়া তুজিল্লু  মানতাশা ll


রচনাকাল: ফেব্রুয়ারী ২৬, ২০২৩
টরন্টো, কানাডা।