উঠলো হেসে বিমল সবুজ ভূমি
--সুহেল ইবনে ইসহাক
লাল সবুজ এই বাংলার বুকে
আলোর মশাল নিয়ে এলে তুমি,
যে আলোয় ঘুচে গেলো পরাধীনতা
উঠলো হেসে বিমল সবুজ ভূমি ।
সাত কোটি প্রাণে আজি জাগলো সাড়া
আনন্দে বাঙালী আত্মহারা ,
শেষ হয়ে গেলো সেই আঁধারের দিন
গুছাবো এবার সব শহীদের ঋণ ।
স্বাধীন দেশে চষে অবাধ জমি।।
হায়েনার পাপাচারে ধ্বংস সমাজ
এনে দিলে আমাদের মুক্ত এ রাজ্,
দিয়েছো বিজয় আর স্বাধীনতা
বঙ্গবন্ধু তুমি তাই জাতির পিতা ।
সুখে থাকি যেন সবে দিবসযামী ।।
রচনাকাল: ৭ মে, ২০১৮, টরন্টো, কানাডা ।