তন্দ্রাবিলাস
---সুহেল ইবনে ইসহাক
উত্তর আমেরিকার টরোন্টোতে গ্রীষ্মের চাঁদনী রাতে
থোকা থোকা মেঘগুলো যখন চাঁদটাকে গিলে খায়,
তখন এই একলা আকাশের নিচে
বিচ্ছিরী তারাগুলোর সাথে শুয়ে থেকে
তন্দ্রাবিলাস করার মাঝে
যে একটা নস্টালজিক মনবোধ আবিষ্ট ভাব থাকে!
সত্যি তা ভাষায় প্রকাশ যোগ্য নয় I
কীযে প্রসন্নতা…!
একজন প্রেমিক হয়ে যদি জোৎস্না স্নানে যেতে পারতাম,
অচেনা গ্রামের ফসলের মাঠে, অদেখা কোনো নদীর ধারে,
নতুবা প্রেয়সীর হাতটি ধরে বাংলার চেনা কোনো উঠানে I
সবুজের সাথে মিশে অনুভব করতাম গাছ-গাছালী; মাঠ-প্রান্তর
নিঃস্ব হলেও থাকতাম প্রেয়সীর অপেক্ষায়
তুমি সবুজ হয়ে আলতোভাবে ছুঁয়ে যাবে...I
যৌবন উন্মাদনা বিভাস পাতার ফাঁক দিয়ে
তোমার উচ্ছ্বল চোখ মুখের ঝিলিক,
আর টুকরো টুকরো শুভ্র জোছনার ছায়ায়
আশা কোনো এক স্বপ্নের বিরচন I
রচনাকাল:০২ অগাস্ট, ২০১৭
এটোবিকুক, টরন্টো, কানাডা