তোমায় মনে পড়ে মাগো
--সুহেল ইবনে ইসহাক
ছুটির দিনে অঝোর ধারায় তুষার যবে ঝরে
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে ।
দিনের শেষে ঘন্টা বাজে মিলিয়ে এলে আলো
কাজ-কর্ম, ব্যস্ততা মা আর লাগেনা ভালো,
মনটা আমার যেতে চায় তোমার বাহুডোরে ।
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে ।
আজকে মাগো রাত হয়েছে দিন না শেষ হতে
স্মৃতিতে মা তোমার ছবি দাওয়ায় মাদুর পেতে,
মাগো, হৃদয় আমার ভেসে যায় নয়ন আঁখরে ।
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে ।
রচনাকাল: ২৩ নভেম্বর, ২০২০, টরন্টো,কানাডা।