তোমার ভালোবাসায় অবিচল থেকে (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক


তোমার ভালোবাসায় অবিচল থেকে আমার মরণ যেন হয়,
প্রেম মায়াজালে মধুর ভালোবাসায় জীবন হবে স্মৃতিময় ।।

আমাদের সুখে থাকা সময়ের দাবি, থাকুকনা যত অভিমত,
রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকবো সেই হৃদয়ের পিচঢালা পথ ।
অবাক আলোয় বনের পাখি, মনের কথা শুধু কয় ।
তোমার ভালোবাসায় অবিচল থেকে আমার মরণ যেন হয় ।।

শুভ্র মেঘের ডানায় ভেসে ভাবি তোমায়, আঁকি তোমারই ছবি,
পূর্ণিমা চাঁদ হয়ে মনের আকাশ আলো করে প্রদীপ্ত করেছো সবই ।  
তোমার স্বপ্ন-আবেগ-বিশ্বাস আমার ভালোবাসার জয় ।
তোমার ভালোবাসায় অবিচল থেকে আমার মরণ যেন হয় ।।

তোমাতে জড়িয়ে আছে সবটুকু সুখ, গানের উপমাও তুমি,
এ প্রাণের মাহবুবা তুমিযে আমার, তুমিহীন জীবন মরুভূমি ।
হৃদয়ের আরশিতে ওই মুক্তঝরা হাসিতে, পেলাম তোমার পরিচয় ।
তোমার ভালোবাসায় অবিচল থেকে আমার মরণ যেন হয় ।।

____________________________
রচনাকাল: ২৮ জুন , ২০২০, টরন্টো, কানাডা ।