টাপুর টুপুর বৃষ্টিতে হৃদয় পাগল হয়ে যায়
--সুহেল ইবনে ইসহাক
টাপুর টুপুর বৃষ্টি এলে হৃদয় পাগল হয়ে যায়
জলের শব্দে I
হৃদয়ে প্রবেশ করে রিমঝিম আওয়াজ ,
বেজে উঠে হৃদয় বীণা I
কর্ণকূহরে প্রতিধ্বনিত হয় একতারা , দুতারা
আর বেহালার মন পাগল করা রক্তিম সুর I
উত্তর আমেরিকায় বসে তখন
লাল সবুজকে আলিঙ্গন করি I
হৃদয়ে দেশপ্রেমের পতাকা পত পত করে হাওয়ায় ,
টাপুর টুপুর বৃষ্টিতে হৃদয় পাগল হয়ে যায় I
রচনাকাল : জুন ২০, ২০১৭
টরন্টো, কানাডা I