স্বপ্ন দেখি
---সুহেল ইবনে ইসহাক
স্বপ্ন দেখি যে,
একদিন প্রতিটি উপত্যকা সমুচ্চ হবে,
প্রতিটি পাহাড়-পর্বত সমভাবে নীচু হবে I
আবার কখনো স্বপ্ন দেখি,
পৃথিবীর সকল স্থান সমতল হবে,
কখনওবা একসাথে মানুষের সারিতে দাঁড়িয়ে
জীবন তরী ভাসিয়ে চলছি ভব সাগরে I
রচনাকাল :০৩ অগাস্ট, ২০১৭
এটোবিকুক, টরন্টো, কানাডা