স্বপ্নের চোখে জল
--সুহেল ইবনে ইসহাক
অনেকগুলো স্বপ্নের মাঝে একটা স্বপ্ন হলো
দেশটাকে উন্নত রাষ্ট্রের তালিকায় দেখা ।
অথচ স্বার্থের বিভীষিকায় পুড়ছে সভ্যতা,জীবন,
মাতৃগর্ভ আর মাতৃদুগ্ধের পবিত্রতা,
পুড়ছে মানুষের মুক্তির মিছিল, সংগ্রাম আর অধিকারের গান,
মানচিত্র পুড়ছে, পুড়ে খাক হচ্ছে অরণ্যের মহাস্তব্ধতা।
চারদিকে নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস অন্তঃসার করে দিতে উদ্যত
আমাদের ঐতিহ্য, বিশ্বাস, সার্বভৌমত্ব ।
আজ সমস্বরবিশিষ্ট,
বিলাতী প্রভুর দাসত্ব আর রাষ্ট্রবিরোধী কারিকা।
তথাপি, এই বৃষ্টিরাতে কাক ভেজা নগরে
হেটে যাওয়া যুবকের ছিড়ে যাওয়া চপ্পলের ফিতায়,
কিংবা প্যান্টের পিছনে লেগে যাওয়া কাঁদায়ও স্বপ্ন জমে,
দেশের সোনালী সন্তানরা স্বপ্ন দেখেন দেশ ও মানুষের জন্য।
কিন্তু আকস্মিক পৈশাচিকতায় তাঁদের স্বপ্ন থেমে যায় ।
স্বপ্নগুলো ফিকে হয়ে যায়।স্বপ্নের চোখে আসে জল ।
রচনাকাল: ৩০ জুলাই, ২০১৯, টরন্টো, কানাডা ।