সুরমা নদীর তীরে (ধামাইল গান)
-সুহেল ইবনে ইসহাক
চলো চলো ওগো সখি, কুশিয়ারার তীরে, সুরমা নদীর তীরে,
ডিঙি নৌকায় ঘুরমু দুজন ছলাৎ ছলাৎ সুরে, সুনাই নদীর তীরে II
কদম তলে বইসা সখি কইমু মনের কথা,
নকশি পাখার শীতল বাতাস ঘুচাবে সব ব্যথা I
থোকায় থোকায় ঝুলতে থাকা ঐ কোঁকড়া কোঁকড়া চুল,
ভালোবাসার আবেশে মন হয়ে যায় ব্যাকুল I
নাও দৌড়াইয়া দিবা শেষে ফিরবো সখি নীড়ে,
চলো চলো ওগো সখি, কুশিয়ারার তীরে, সুরমা নদীর তীরে II
কলাপাতায় গরম ভাত আর মৌরলা-রি ঝোল,
নালিতা শাক, শুঁটকি বর্তা খাইতেনারি ভুল I
মেলায় লইয়া যাইমু সইগো উদাস দুপুর বেলা,
ঝুমকা, টায়রা, মাদুলি আরো কিনিয়া দিমু বালা I
সুহেল ইসহাক রূপের সুধায় মজিগেছেগিরে,
চলো চলো ওগো সখি, কুশিয়ারার তীরে, সুরমা নদীর তীরে II
রচনাকাল: ফেব্রুয়ারী ৮, ২০২২, টরন্টো, কানাডা।