সুরমা-কুশিয়ারা
সুহেল ইবনে ইসহাক

সুরমা আমার মা জননী, কুশিয়ারাও মা,
প্রবাহিণীর দুই তীরেতে আমার ঠিকানা  ll

স্বচ্ছ জলে ভাসিয়ে তরী মায়ের কথা বলি,
ভাসতে পথে মা জননীর  সোহাগ মেখে চলি l
দু’তীরের ওই রূপ-অণিমা মায়ের গহনা,
প্রবাহিণীর দুই তীরেতে আমার ঠিকানা  ll


নদীর মতো বাঁচতে শিখি, উজাড় করে মন,
মায়ের প্রেমে গান লিখেছেন বাউল কবিগণ  l
গানের সুরে হৃদয় জুড়ে জাগে মুর্ছনা,
প্রবাহিণীর দুই তীরেতে আমার ঠিকানা  ll

ঝিনুক ভাঙা আরশিতে মন নাচে পুলকে,
মনের সাথে নাচে তরী এইনা ভূলোকে l
মা জননীর প্রেমের যাদু যোগায় শান্তনা,
প্রবাহিণীর দুই তীরেতে আমার ঠিকানা  ll

"জন্ম আমার ধন্য হলো" সুহেল ইসহাক কয়,
অহর্নিশি এই জীবনটা কুশিয়ারাময় l
কত সুন্দর নয়ানজুলি নেইযে তুলনা,
প্রবাহিণীর দুই তীরেতে আমার ঠিকানা  ll

ফেব্রুয়ারী ৫, ২০২৩
টরন্টো, কানাডা।