গত ঈদে আমার রচিত গান "মানব তরীর মাঝি" রিলিজ পেয়েছে, ইউ টিউব চ্যানেল "এসটিভি চ্যানেল"এ। "বাংলা কবিতা" র আসরে "কালো মেঘের তুফান" শিরোনামে গত ৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে গীতিকবিতাটি প্রকাশ হয়েছিল।
গানটিতে সুর করেছেন ও কণ্ঠ দিয়েছে সমসাময়িক কালের তরুণ বাউল, বাউল জগতের বিস্ময়কর বালক, বাউল গান গেয়ে বর্তমানে যিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, চ্যানেল আই এর এওয়ার্ডপ্রাপ্ত বাউল কণ্ঠশিল্পী,বাংলাদেশের ইলেক্ট্রটিক্স মিডিয়ার অতি পরিচিত বাউল শিল্পী "সাগর বাউল"। মিউজিক কম্পোজিশনে রয়েছেন মুন্সি জুয়েল ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এ পৃথিবীতে পাঠিয়েছেন।দিয়েছেন বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে এই ধরাতে স্বাধীনভাবে বিচরণের ক্ষমতা।দিয়েছেন পাপ-পুণ্য অনুধাবন করার ক্ষমতা।কিন্তু জাগতিক লোভ-লালসা তথা ষড়রিপুর আক্রমণে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে অনেকেই দিকহারা, পথভ্রষ্ট হয়ে যাই।এহেন সমূহ বিপদে মহান প্রভুর নিকট সঠিক পথের সন্ধান কামনা।একমাত্র তিনিই আমাদের সঠিক পথের নির্দেশনা দিতে পারেন।এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে "মানব তরীর মাঝি" গানটি লেখা যা একটি আধ্যাত্মিক/ভক্তিমূলক গান।
"বাংলা কবিতা" য় নিচের লিংকে ক্লিক করে গানটি শুনা যাবে।
https://www.bangla-kobita.com/suhelrtn/kalo-megher-tufan/