সোনা বন্ধুরে (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
কানাডার বন্ধু, সোনা বন্ধুরে আর কতকাল থাকবা বৈদেশে
প্রিয়জনদের রাখিয়া, সেই যে গেলা চলিয়া,
আজো বুক ভেসে যায় নয়নের জলে ।
কানাডার বন্ধু, সোনা বন্ধুরে আর কতকাল থাকবা বৈদেশে।।
মুড়িয়া হাওরে নৌকা দিয়া, ঘুরতাম সুখের গান গাইয়া
এসব কথা আছেনি মনে।।
আজ একা একা ঘুরে বেড়াই, আগের মতো দরদী নাই,
হাহাকার আজ হৃদয়ের সনে।
কানাডার বন্ধু, সোনা বন্ধুরে আর কতকাল থাকবা বৈদেশে ।।
আমার মনের যন্ত্রনা, তুমি বন্ধু বুঝোনা
স্মৃতির পাতা দেখি খুলিয়া।
একবার বন্ধু আসো ফিরে , মনের দুঃখ ঘোচাই ওরে ,
সুহেল ইসহাক বলে কান্দিয়া ।
কানাডার বন্ধু, সোনা বন্ধুরে আর কতকাল থাকবা বৈদেশে ।।
রচনাকাল: জানুয়ারী ০৫, ২০২০, টরন্টো, কানাডা।