শ্রাবণ মেঘের মতো কাঁদি(গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
জাতির পিতা বঙ্গবন্ধু মোদের প্রাণের নেতা
বাংলাদেশের ইতিহাসই তোমার জীবন কথা ।
জীবন খানি বিলিয়ে দিলে জাতির কল্যাণে,
শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমায় বিহনে ।।
তোমায় জানতে হলে পিতা জানতে হবে দেশকে
জানতে হবে বাংলাদেশের শুরু থেকে শেষকে ।
সারা বিশ্বে একটাই নজির জানো কি ভাই-বোনে,
সাত কোটি লোক করলো লড়াই একজনের আহ্বানে।
শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমায় বিহনে ।।
মুজিব মানে বাঙালীর বীরের পরিচয়
জীবন দিয়ে আদায় করা দেশমাতৃকার জয় ।
লাল-সবুজের পতাকা আজ ঊর্ধ্ব গগনে,
তোমায় নিয়ে উঠলো জাতি বিজয় সোপানে ।
শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমায় বিহনে ।।
রচনাকাল: ৯ ডিসেম্বর,২০২০, টরন্টো কানাডা ।