রক্তে রাঙা বেদনা
--সুহেল ইবনে ইসহাক
একুশ আমার অহংকার
বাংলা প্রাণের ভাষা,
একাত্তরের চেতনা
স্বপ্ন সুখের আশা I
একুশ ভাইয়ের স্বপ্ন ছিল
একুশ বাবার প্রেরণা,
বায়ান্নের একুশ মোদের
রক্তে রাঙা বেদনা I
একুশ আমার, একুশ তোমার
একুশ সারা দুনিয়ার,
এই একুশই প্রকাশিবে
বাঙালিদের চেতনার I
রচনাকাল : ফেব্রুয়ারী ২১, ২০১৮