রমজানের প্রদ্বীপ্তমান চেরাগ
--সুহেল ইবনে ইসহাক
সীমাহীন অর্থনৈতিক দৈন্যের শিকার গরিব মানুষগুলো।
হারাম উপার্জন, সম্পদের অসম বণ্টন,
অতঃপর অর্থনৈতিক ভারসাম্যহীনতা,
এসবের মূলে কুঠারাঘাতে প্রাদুর্ভূত রমজান ।
পৃথিবীর অধিকার বঞ্চিত মজলুম জনতার আর্তচিৎকারে
যখন বাতাস ভারী,
মাহে রমজানের মহান শিক্ষায় উজ্জীবিত হয়ে
কোরআন-মুখী জীবন যাপনে প্রাণান্তকর প্রচেষ্টা তখন বিকল্পহীন ।
মোহ, আসক্তি, স্বার্থের তাড়নায় ওষ্ঠাগত নাগরিক জীবনে
একটু অন্যরকম দিন খুঁজে পেতে চায় জাতি, ধর্ম ।
আত্মিক উন্নতি, চারিত্রিক উৎকর্ষ, মানবিক গুণাবলী অর্জন,
ইহ ও পারলৌকিক মুক্তি, মানুষের যা কিছু প্রত্যাশা
তার সবই নিয়ে রমজানের সিয়াম দর্শন।
কোরআন মানবতার মুক্তির অদ্বিতীয় সনদ,
সত্য মিথ্যার পার্থক্যকারী মহাগ্রন্থ ।
আল-কোরআন, একটি বিশাল আমানত,
যার সম্মানে রমজান সম্মানিত।
কোরআনের দরুন রোজা, তারাবিহ, সাহরি, ইফতারের জান্নাতি আয়োজনে
নিবেদিত আজ বিশ্ব মুসলিম।
রোজার কল্যাণময়তায় প্রাণিত-শাণিত বিশ্বাসী নিষ্ঠাবান মানুষেরা।
জাগতিক ভোগ-বিলাস আর ভঙ্গুর জীবন দর্শনের
কৃত্রিম মহোৎসব বর্জন করে, জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ণয় করে,
মনজিলে মকসুদে পৌঁছার প্রদ্বীপ্তমান চেরাগ জ্বলে উঠুক
পবিত্র রমজানুল মোবারকে ।
রচনাকাল: মে ২৫, ২০১৮, টরন্টো, কানাডা ।