প্রহেলিকা
--সুহেল ইবনে ইসহাক
শত মানুষের ভীড়ে আমি তবুও যেন একা,
তৃষ্ণার্থ এ হিয়া মম চায় যে তোমার দেখা I
তোমার কাছে মন-প্রাণ আছে যে পড়ে,
তোমায় নিয়ে খেপা মনটা সুখের স্বপ্ন গড়ে I
হাজার প্রহেলিকায়ও জিগাই, “কেমন আছো তুমি”?
আমি তোমার পাগল প্রেমিক, জেনো জন্মভূমি II
রচনাকাল: অগাস্ট ০৬,২০১৭, টরন্টো , কানাডা I