প্রিয়া  মোর ভীষণ  সুন্দরী
-- সুহেল ইবনে ইসহাক

লাল গোলাপের পাপড়ি দিয়ে, লিখবো তোমার নাম,
তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান ।
প্রণয়িনী সে-যে আমার, ভালোবাসার নীলপরী ।
প্রিয়া  মোর ভীষণ-ভীষণ, ভীষণ-ভীষণ, ভীষণ সুন্দরী
প্রিয়া  মোর ভীষণ সুন্দরী । ।

রাগলে প্রিয়া  মিষ্টি লাগে মন হয়ে যায় ভালো,
তুমি আমার আঁধার  ঘরের পূর্ণিমারই  আলো ।
আকুল মায়া  লুকিয়ে আছে এই হৃদয়ের তলে,
প্রিয়া তোমার মধুর প্রেমে সুখের প্রদীপ জ্বলে ।
কাজল কালো চোখের পলক কইরাছে মনচুরি,
প্রিয়া  মোর ভীষণ-ভীষণ, ভীষণ-ভীষণ, ভীষণ সুন্দরী
প্রিয়া  মোর ভীষণ সুন্দরী । ।

প্রিয়ার মতো এতো সুন্দর কেউকি থাকতে পারে !
সুহেল ইসহাক অবাক হইয়া ভাবে বারে বারে ।
এক পলকে চেয়ে থেকে ভুলটা যদি করি ,
ক্ষমা কইরো  আমায় ওগো প্রেমের মঞ্জরী ।
প্রেমের ডিঙা  প্রেয়সী মোর স্বপ্ন লহরী ।
প্রিয়া  মোর ভীষণ-ভীষণ, ভীষণ-ভীষণ, ভীষণ সুন্দরী
প্রিয়া মোর ভীষণ সুন্দরী । ।


রচনাকাল: ২২ অক্টোবর ২০২৩, টরন্টো, কানাডা।