প্রেয়সী তোমাকে ভুলিনি (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
প্রেয়সী তোমাকে আমি ভুলিনি ।
আশায় আশায় দিনযে কাটে তুমি আসবে বলে
চিরকাল থাকবে পাশে যাবে নাকো চলে ।
কত স্মৃতি কত ব্যথা,
ভুলে যাবে সব কথা,
একটিবারও আমি বুঝিনি ।
প্রেয়সী তোমাকে আমি ভুলিনি ।।
নীল শাড়ী পরতে তুমি, দুই দিকে সাদা পাড়,
শরতের আকাশেতে চেয়ে থাকি হাজার বার।
কত শোভন , নির্মল মন
প্রাণ সখি, মোর প্রিয়জন,
তাইতো আর সুন্দর খুঁজিনি ।
প্রেয়সী তোমাকে আমি ভুলিনি ।।
আকাশ থাকে পাগল পারা শ্রাবণ ধারায়
তুমি ছিলে শ্রাবণ আমার মনের পিঞ্জরায় ।
কত বারি, কত বান
কত শত অভিমান,
তবু কোনো খেদ মনে রাখিনি ।
প্রেয়সী তোমাকে আমি ভুলিনি ।।
রচনাকাল: অগাস্ট ৫,২০১৮, টরন্টো, কানাডা ।