প্রাণঘাতী করোনা ও মানবতা
--সুহেল ইবনে ইসহাক
কোলাহলে মুখরিত হচ্ছেনা তিলোত্তমা শহরগুলি,
সড়কে বাজছেনা ভেঁপু, আকাশে মানব বাহন মেলছেনা ডানা,
নদী সন্তরণে নামছেনা নৌকা-জাহাজ,পৃথিবী থেকে বিচ্ছিন্ন, গৃহবন্দী শহরবাসী,
জানালার বাহিরে কখনো কান্না, কখনো চিৎকার,
খাদ্যের আহাজারি, মৃত্যু আতঙ্কে রাত যত গভীর বিষাদের সুর তত ভারী ।
কেবলই শার্সিতে মুখ রেখে শত কোটি মানুষ অপেক্ষা করছে, মুক্তি আসবে কবে?
ভাবছে, কতদিন মানুষের এই জনপদকে তাড়া করবে মহামারি-মৃত্যু!
পৃথিবী আজ স্থবির, নিউয়র্কের টাইম স্কয়ারে পিন পতন নীরবতা,
সি.এন টাওয়ারে কোলাহল থেমে গেছে, দৃষ্টি নন্দন লিফটটি আর চলছে না,
লন্ডন ব্রিজে আর হাঁটছে না মানুষ,
কাবার চারপাশে আর ঘুরছেন না আল্লাহর প্রিয় বান্দারা,
জনমানবহীন ভাটিক্যান সিটি, ভাসছেননা আর নব দম্পতিরা ভেনিসের স্বচ্ছ জলে,
সীমান্তগুলো পেরিয়ে যাচ্ছেনা কোনো পর্যটক,
হান ও ইয়াংসিকিয়াং উপত্যকা বিরানভূমি, আমেরিকা আজ মৃত্যুপুরী,
আইফেল টাওয়ার দেখতে পাগলপারা পর্যটকদের নেই কোনো পদচিহ্ন,
মাদ্রিদের হৃৎকেন্দ্র “পুয়ের্তা দেল সোল” নামক চত্বরটি আজ রিক্ত,
মাত্র কিছুদিন আগের কথা, জনতার মহাসমুদ্র ছিল, জনস্রোত ছিল সর্বত্র ।
আর আজ গগন বিদারি চিৎকার, কান্না, কিংকর্তব্যবিমূঢ়,
বাজছে অদৃশ্য রণডঙ্কা, পরাজিত মানুষের মৃত্যুর মিছিল।
প্রাণঘাতি করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব।
প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, পরাক্রমশালী রাষ্ট্র আজ বড় অসহায়।
একে-একে মানুষকে মৃত্যুর মিছিলে যোগ করছে মরণঘাতী করোনা।
অদৃশ্য এক ভাইরাস: আতঙ্কিত বিশ্ব, অচল সভ্যতা, ধ্বংসের মুখোমুখি অর্থনীতি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় ভয়াবহতায় বিশ্ববাসী,
মানছে না ধনী-দরিদ্র, সাদা-কালো, সীমানা, এক কাতারে আজ গোটা বিশ্ব।
নিপাতনে প্রকৃতির বিক্ষুব্ধ এ আচরণ,
প্রয়োজন আজ মানবতার উত্তরণ ।।
রচনাকাল : ১১ এপ্রিল, ২০২০, টরন্টো, কানাডা।