কমলা লেবুর দেশে
ও বন্দু, তুই কমলা লেবুর দেশে আয়,
পঞ্চখণ্ডের দেশে আয়,
সাদা মনের মানুষ পাবিরে,
মন জুড়াবে তাঁদের খাতিরে
তোর মন জুড়াবে তাঁদের খাতিরে II
তুই সুরমা পাড়ের দেশে আয়,
সুনাই পাড়ের দেশে আয়,
পন্ডিতদের স্মৃতি পাবিরে,
জ্বালিয়েছিলো জ্ঞানের বাতিরে
যারা জ্বালিয়েছিলো জ্ঞানের বাতিরে II
আয়,গোলাবশাহের দেশে আয়
জি.সি.দেবের দেশে আয়,
মন জুড়াবে সবুজ নিসর্গে,
রয়েছে যে ভীষণ খ্যাতিরে
ও যার, রয়েছে যে ভীষণ খ্যাতিরে II
রচনাকাল: মার্চ ১৮,২০১৭, টরন্টো, কানাডা I