বৈশাখী মেলার মাঠে (গীতি কবিতা )
পহেলা বৈশাখের দিনে পুলকিত এই মনে,
রঙ-ঢঙের শোভাযাত্রায় বাঙালী বসনে,
আসিব বর্নিল সাজের মিছিলেতে মাতে I
তোমার আমার দেখা হবে বৈশাখী মেলার মাঠে II
বাসন্তি রঙ শাড়ি পরে বাঝিয়ে রিনিঝিনি,
আসিবে প্রিয়া তুমি, বাঁধিয়া চুলের বেণী,
পান্তা আর ফুসকা খাবো তুলে মাটির পাতে I
তোমার আমার দেখা হবে বৈশাখী মেলার মাঠে II
দখিনা বাতাসে আজ ওড়াবো মনের ঘুড়ি,
বৈশাখী রোদে বাজবে তোমার রঙিন কাঁচের চূড়ি,
ধন্য বাংলা ধন্য বাঙালী বৈশাখ মোদের ললাটেI
তোমার আমার দেখা হবে বৈশাখী মেলার মাঠে II
রচনাকাল : মার্চ ১৯,২০১৭, টরন্টো, কানাডাI