বিয়ানীবাজার কতদূর (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
আমি, ঘুমের ঘোরে শুনিয়াছি পণ্ডিতগণের বাঁশির সুর,
হায়রে গুণীজনের বাঁশির সুর,
বলনা তোরা সিলেট জেলার বিয়ানীবাজার কতদূর II
ঘুম ভাঙিয়া গেলো আমার পাইলাম দিনের আলো
জানলাম,বুজলাম শিখিলামও দিন যাবে অনেক ভালো I
পঞ্চখন্ড, বিয়ানীবাজার সমৃদ্ধ এক জনপদ,
ঐতিহাসিক স্থাপনাতে ভরবে তোমার মনোরথ I
বাড়ির পাশে আরশিনগর নয় যেন তা বহুদূর,
বলনা তোরা সিলেট জেলার বিয়ানীবাজার কতদূর II
গোলাবশাহ, সৈয়দশাহ, বাবু মহেশ্বর,পবিত্র নাথ,
বাউল শহীদ কমর উদ্দিন, অণি,মনু, রঘুনাথ I
পরশেতে ধন্য রাজ্য গুরু তুমি আলোক নিশান,
প্রাণের প্রিয় পুন্য ভূমি হৃদয়েতে বিদ্যমান I
দিগন্তে মুড়িয়া হাওড় রূপ সৌন্দর্যে ভরপুর,
বলনা তোরা সিলেট জেলার বিয়ানীবাজার কতদূর II
রচনাকাল : মার্চ ১১, ২০১৭, টরন্টো, কানাডা I