শেষ ঠিকানা (গীতি কবিতা)
যে দেশেতে বয়ে চলে কুশিয়ারা, সুনাই, সুরমা
সেই দেশই হয় যেন মোর শেষ ঠিকানা II
যে দেশেতে পাখ-পাখালী প্রাণভরে গায় দেশেরই গান,
এই মাটিতে জন্ম আমার, এই মাটিই আমার প্রাণ I
পঞ্চখণ্ডের পন্ডিতদের নাম কারো নেই অজানা I
সেই দেশই হয় যেন মোর শেষ ঠিকানা II
যে দেশেতে কমলার গন্ধে মন ভোমরা হয় ব্যাকুল,
শাক-সবজি, ফসলেতে ভরা নদীর দুইকূল I
পুনর্জন্মে চাইগো এই দেশ, সুহেল ইসহাকের বাসনা I
সেই দেশই হয় যেন মোর শেষ ঠিকানা II
রচনাকাল : মার্চ ৫,২০১৭,টরন্টো, কানাডা I