বৈশাখী মেলায়  যাবো (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক

এই বছরে আমরা দু’জন বৈশাখী মেলায়  যাবো
ঝাল মুড়ি , চানাচুর আর পুচকা কিনে খাবো I

পায়জামা পাঞ্জাবী পরে আসবো মেলায় চলে
রঙ্গীন শাড়ী পরে, হাতে হাত ধরে, ও……
রঙ্গীন শাড়ী পরে, হাতে হাত ধরে দু’জনে নাগরদোলা দোলিব,
এই বছরে আমরা দু’জন বৈশাখী মেলায়  যাবো I

বাউল মঞ্চে যাবার আগে পানের খিলি খাবো
ঠোঁট লাল করে, বাউলা সুরে, ও…….
ঠোঁট লাল করে, বাউলা সুরে হৃদয় বিলাবো,
এই বছরে আমরা দু’জন বৈশাখী মেলায়  যাবো I

আজ কত ঢঙে সেজেছি যে কেমনে বলিবো
মিষ্টি -সন্দেশ খাইয়া , মন ভুলাইয়া ,ও .......
মিষ্টি -সন্দেশ খাইয়া , মন ভুলাইয়া, সুহেল ইসহাক ভাবে
স্মৃতি ধরিয়া রাখিবো,
এই বছরে আমরা দু’জন বৈশাখী মেলায়  যাবো I


রচনাকাল : মার্চ ০২,২০১৭, টরন্টো ,কানাডা I