ভাবনার মানচিত্র
  
শুন্যতার মাদক নেশা গ্রাস করে হৃদয়টাকে…
কুমারের দক্ষ হাতের মতন দেশটাকে গড়তে বসি,
এর নাক,কান,নীল চোখ,সবুজ দেহ,লাল টকটকে
উন্নত বক্ষ সবকিছুই অন্যবদ্য সৃষ্টি।
তবু কেন এতো ভয়?

সৃষ্টিশীল হাতের মিহিন কারুকাজ
তবু উদাস থাকি সারাদিন।
যতটা না ভাল লাগে নিজেকে দেখতে,
তার চেয়েও ভাল লাগে তোমাকে দেখতে,
তোমার কথা ভাবতে ।
নরম সবুজ ঘাস ছুঁয়ে মাটির মসৃন বুকে
ভাবনার বীজ বুনি।
উষ্ণ রোদ্দুর আর ঘাসের ছুঁয়াতে
ভালবাসা প্রস্ফুটিত হয়।

আচছা, সবাই কি এমন?সবাই দেশকে ভালবাসে?
আর কেনই বা ইতিহাস বিকৃতি?
উত্তরহীন এই প্রশ্নগুলো….
ভেসে ওঠে ভাবনার মানচিত্রে।

রচনাকাল: মার্চ ১৬,২০১৬,টরন্টো, কানাডা ।