বৈশাখের পরশ লেগে


বৈশাখ !
তুমি কবে আসবে ? না কি এসেই পড়েছ ?
বুঝতে পারছিনা, দেখতেও পাচ্ছি না ,
ফুল সে তো গন্ধ ছড়িয়েই খালাস,
পাগল ভ্রমর আজ মাতাল, দেবদাস ।
এক মুহুর্ত যদি থামো ,বলতাম ভালোবাসো,
এক মুহুর্ত যদি দাঁড়াও ,হাত দুটি বাড়িয়ে দিতাম,
যে পুড়ছে অবিরত যতুগৃহে,
মধু আলিঙ্গনে দুই বাহু যদি বন্দি বানাতে চায়
বৈশাখী হাওয়া ভাসিয়ে নিয়ে যায়,
এও কি অপরাধ তার ?
বৈশাখের পরশ লেগে বনে,মনে শিহরণ ।
নয়ন হতে নীল তারা দু’টি তুলে নিয়েছো সেই কবেই,
সেথা এখনো রক্ত ঝরে ।
ধমকা হওয়া, যদি একটু দাঁড়াও ,
না হয় পুজার ছলেই কলিজাটুকুও অর্পণ করি তোমায়,
সন্তুষ্ট হবে তো ?


রচনাকাল: এপ্রিল-০৬, ২০১৬, টরন্টো, কানাডা ।