এটাই বুঝি ভালোবাসা (গীতি কবিতা)
*****************

সখি কেনগো তোমার লাগিয়া মন দোলে
এটাই বুঝি ভালোবাসা, একেই বুঝি প্রেম বলে II

শেষ বিকেলের উদাসী মেয়ে,
কদমগুচ্ছ হাতে নিয়ে থাকে প্রতীক্ষায়,
একাকী প্রহর কাটেনা আর,
উতলা মন বিলাপ করে উড়ে যেতে চায় I
থাকতে পারিনা সখি তোমাকে ভুলে I
এটাই বুঝি ভালোবাসা, একেই বুঝি প্রেম বলে II


ভোরের শেফালী সিক্ত দেহে,
ঝরে পড়ে তোমায় রূপে লজ্জা পেয়ে,
তুমি সুন্দর,প্রেমময়, অপরূপা ,নীলাঞ্জনা
তোমার পানে শুধুই থাকবো চেয়ে I
শূন্য হৃদয় দাওগো ভরে প্রেমের সুধা জলে I
এটাই বুঝি ভালোবাসা, একেই বুঝি প্রেম বলে II


রচনাকাল : জানুয়ারী ২৯, ২০১৭, টরন্টো ,কানাডা