বাংলা একাডেমীর অমর একুশে বইমেলা-২০১৭ তে আমার দ্বিতীয় ও তৃতীয় কাব্য গ্রন্থ যথাক্রমে “নিঃশব্দের নিঃশ্বাস” ও “জীবন নদের ঢেউ” প্রকাশিত হয়েছেI গ্রন্থ দুটি ঢাকার ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান‘ জলছাপ প্রকাশন, ২৬২/২ ফকিরাপুল, মতিঝিল,ঢাকা-১০০০, কর্তৃক প্রকাশিত হয়েছে I “নিঃশব্দের নিঃশ্বাস” কাব্যগ্রন্থে ৬৪টি পৃষ্ঠায় মোট ৫৪টি কবিতা রয়েছে I দেশপ্রেম, মাতৃভক্তি, বাংলা ভাষা প্রেম, স্বাধীনতা, প্রকৃতি, মানবতা, শিশুদের অধিকার, নস্টালজিয়া বা স্মরণবেদনা ও সমসাময়িক ঘটনাবলীর কাব্যিক বিবরণ ফুটে উঠেছে “নিঃশব্দের নিঃশ্বাস” নামক কাব্যগ্রন্থের কবিতাগুলোতে I এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন বৃটেন প্রবাসী বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ আব্দুস সামাদ I তাছাড়া “জীবন নদের ঢেউ” গীতি কাব্যে মাতৃভক্তি, দেশপ্রেম, হারানোর বেদনা,বাংলার গ্রামীণ জীবন, প্রকৃতি, ধর্মীয় অনুভূতি, প্রেম-ভালবাসা, শিক্ষা ও সচেতনতা বিষয়ক হৃদয় জাগানিয়া গীতি কবিতা রয়েছে I

গ্রন্থ দু`টির পরিবেশক হিসেবে রয়েছে রাতুল গ্রন্থ প্রকাশ, মুকুল প্রকাশন ও www.rokomari.com. একুশে বইমেলায় কাব্যগ্রন্থ দুটো পাওয়া যাবে, ১০ ফেব্রুয়ারির পর থেকে ষ্টল নম্বর ৫৪৮ (রাতুল গ্রন্থপ্রকাশ), সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে। তাছাড়া প্রকাশক ছড়াকার ও শিশু সাহিত্যিক লোকমান আহমদ আপন এর মুঠোফোন নং 01711124380 তে যোগাযোগ করে গ্রন্থ দুটির প্রাপ্তিস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে I