নিঃশব্দের নিঃশ্বাস
-সুহেল ইবনে ইসহাক
মানুষের আশা-আকাঙ্খা ও অর্থনৈতিক সঙ্গতির বৈচিত্র্য,
নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতির বিভীষিকা, দুর্নীতি, সন্ত্রাস, স্বার্থপরতা,
দেশপ্রেম ও একতার অভাব, রাজনৈতিক অস্তিতিশীলতা
নিঃশব্দে বিষাক্ত ছোবলে ধ্বংস করছে আমাদের অস্তিত্বকে I
চারিদিকে নিঃশব্দের বিষাক্ত নিঃশ্বাস,
এই নিষ্ঠুরতা প্রতিক্ষণ ক্ষত-বিক্ষত করে ;
আমি কান পেতে শুনি নিঃশব্দের নিঃশ্বাস,
আমি ঘুমুতে পারি না, সারারাত আমার ঘুম আসেনা I
জানি, তারুণ্য ছড়িয়ে দেয় আভা,
তারুণ্য হৃদয় সৃষ্টির আলোড়নে নিজেকেও আটকাতে পারেনা,
সেই আভা, সেই রঙগুলো হয়ে উঠে প্রিয় সব অনুভূতি
আর ভাবনার উৎস,
যেখানে শুভ্র সকাল, ক্লান্ত দুপুর, উচ্ছ্বল বিকেল,
উদাসী সন্ধ্যা পার হতে হতে গহীন রাতের অচিন পাখির
গান হয়ে ফিরে আসে, স্মৃতির বিষণ্ণ কারুকাজ হয়ে।
কখনো কোনো অতীত দেখে মন পুড়ে যায়,
কখনোবা অতীত প্রাণে জাগায় স্নিগ্ধ বাতাস,
কখনো সে সব ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ায়,
শুধু একটি চেনা মুখের স্পষ্ট মূর্তি, আমার লাল সবুজের প্রতিচ্ছবি ।
যে মুখের দিকে তাকিয়ে, ভাবতে ভাবতে রাত কেটে যায় এক নিমিষে,
ঘন্টা বাজানোর মত শব্দ করে বুকের মাঝে
বেজে উঠে সৃষ্টি সুখের উল্লাস!
বিষাক্ত নিঃশ্বাস উপেক্ষা করে, সৃষ্টি সুখের উল্লাসে
তারুণ্যই নিশ্চিত করবে
লাল-সবুজ জনপদে শান্তি ও সমৃদ্ধির গোড়াপত্তন I
নিঃশব্দের প্রতিটি দীর্ঘশ্বাস যদি হয় এক একটা স্বপ্নের মৃত্যু,
তবে প্রতিটি নিঃশ্বাস হোক নতুন স্বপ্নের ভিত্তি I
রচনাকাল : ১ জানুয়ারী , ২০১৭