আশার প্রদীপ- ২০১৭
--সুহেল ইবনে ইসহাক
নতুনকে আজ করব বরণ ভুলে যত অভিমান,
নতুন বছর তাইতো সবার হৃদয়েতে খুশির বান I
সূর্য ঠিকই উঠবে ভোরে, চিরচেনা বেশে,
লাল সবুজের আমার এই সোনার বাংলাদেশে I
ভুলে যাবো দুঃখ কষ্ট আছে যত যন্ত্রনা,
সাজাবো আজ আগামীকে শুনবনা কু-মন্ত্রণা I
নতুন বার্তা ভাসে আজ বাতাসের সুরে,
অসুন্দর হতে আজি থাকবো সবাই দূরে I
হাসি আর আনন্দে ভরে উঠুক জীবন,
সাফল্যকে ছিনিয়ে আনবো আগেরই মতন।
সুখ সমৃদ্ধ হোক জীবন আরো একটা বছর,
আশার প্রদীপ জ্বালিয়ে দেই করে রেখে কর I