অনার্য
--সুহেল ইবনে ইসহাক


অসৎ ব্যক্তি অলস সদা
           পায়না খোঁজে ভালো যা,
দিনের মাঝে খোঁজে বেড়ায়
           তমসারূপ কালো যা I
পরের ভালো নেয়না মেনে
           চায়না পরের শুভ যা,
সাদা-কালো তালগোলিয়ে
           ধরছে মেকি ধ্রুব যা I




রচনাকাল: নভেম্বর ০৩, ২০১৬, টরন্টো, কানাডা