বর-কনের সংলাপ
  [] সুহেল ইবনে ইসহাক
***************************
বর:}
===
তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্ন ঘুড়ি উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার বুক ভরা ভালবাসা.
তোমায় পেয়ে পূর্ণ হবে আমার মনেরই আশা I

কনে:}
===
চাঁদকে বলে একটু আলো দিতে পারি তোমায়,
সেই আলোতে দেখে নিও পরান ভরে আমায়,
বাতাস হয়ে উড়িয়ে নেবো, মেঘেরই উপরে,
সন্ধ্যা হলে পৌঁছে দেবো,ভালবাসারই ঘরে I

বর:}
===
তোমায় নিয়ে স্বপ্ন আমার,
তোমায় নিয়ে আশা,
তোমাকে তাই দিলাম আমার
হৃদয় ভরা ভালবাসা I

কনে:}
===
এক মুঠো ভালবাসা এক মুঠো সুখ,
সবই যেন খুঁজেপাই দেখে তোমার মুখI
তুমি ওগো চাঁদ আমার জোসনা রাতের ফুল,
তুমায় আমি দেখব বলে হয়ে আছি ব্যাকুল I

বর:}
===
তুমি আমার নীলাকাশের তারা
তুমি ছাড়া এ জীবন দিশে হারা,
তুমি আমার ভালো লাগার গান
হারালে তুমি হারাবো এই প্রাণ I
*****************************
রচনাকাল :জানুয়ারী ১০, ২০১৬
টরন্টো, কানাডা