ফিরে এসো খাদিজা
--সুহেল ইবনে ইসহাক
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের খাদিজা....
প্রার্থনা শুধু, ‘ফিরে এসো’।
মেঘ কেটে রবিকিরণ উঁকি মারবেই,
আবারো হৈ-হল্লোড় করে মাতিয়ে তুলবে
কলেজ ক্যাম্পাস, বাবা-মায়ের স্বপ্নের বাগান ।
আমি নাদিয়া, তনু,খাদিজাদের মায়ের নিরব কান্না!
আজ মানবের ঘরে দানবের হানা, আমিই বাংলাদেশ!
আজ আমার ডাক নাম লজ্জা!
আমি অন্ধ, তাই আমার বিবেকের দরজা বন্ধ I
ঘুম ভেঙে ভাবি এই বুঝি দেখবো,
তোমার মুখের হাসি একতারার শব্দে বাজবে
আর ভর শ্রাবণের মতো তোমার কথারা ঝরে যাবে
আমাদের কর্ণ কুহরে,
সেই কবে থেকে উৎকীর্ণ রেখে আছি কান,
খুলে আছি হৃদয়, প্রার্থনার দুয়ার...
‘ফিরে এসো খাদিজা’।
রচনাকাল: অক্টোবর ০৬, ২০১৬, টরন্টো ,কানাডা