প্রকৃতি ও মানুষ
--সুহেল ইবনে ইসহাক
প্রকৃতি পালনকর্তা।
প্রকৃতির সঙ্গে এমন আচরণ করো ,
যেন স্বীয় ক্ষতি সাধিত না হয়।
প্রকৃতির কাছে গিয়েই
মানুষ নিজেকে বারবার আবিষ্কার করেছে|
পালনকর্তাই যদি বিরাগভাজন হয়,
তাহলে তার প্রভাব পড়ে
সমগ্র মানবজাতির ওপর।
আর তার পরিণতি স্বভাবতই খুবই ভয়াবহ।
রচনাকাল : অক্টোবর ০২,২০১৬, টরন্টো, কানাডা I