আমার প্রয়ানে
--সুহেল ইবনে ইসহাক

আছি শুধু এ ভবে আপনা লয়ে,
চিন্তা কি করি তব মরণ ভয়ে ?
আমার প্রয়ানে কেউ যদি না কাঁদে,
বৃথা এ জীবন মোর মরণের বাদে |


রচনাকাল:২২সেপ্টেম্বর, ২০১৬, টরন্টো, কানাডা |