আকাশের কান্না
---সুহেল ইবনে ইসহাক

সকাল থেকে আকাশের কান্না যেন থামছেই না,
অঝোরে বৃষ্টি ঝরছে।
বৃষ্টি নেমেছে রিমঝিমঝিম সুরের লহরী ,
ছুটির দিনের চিন্তামুক্ত ঘুম ।
আকাশ বিদীর্ণ করা বজ্রপাতের শব্দে
হঠাৎ ঘুমের মাঝে কিছুটা ব্যাঘাত ঘটল,
যেন পৃথিবীতে ফিরে আসলাম মাত্র ।
ইস্টডেলের বাসার রুমের জানালা দিয়ে তাকিয়ে
সেদিন বোঝার উপায় ছিল না, এখন সকাল না সন্ধ্যা ?
জানালা দিয়ে আকাশ দেখতে চাইলাম।
আজ জানালার বাইরে একঝাঁক বৃষ্টি রিমঝিম রিমঝিম,
বইছে বাতাস ম্যাপেল লিফ ছুঁয়ে ছুঁয়ে…...।
ভেজা সকাল অঝোর বৃষ্টি, দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ ,
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল
রোড,স্ট্রিট,এভিনিউয়ে ছুটে যাচ্ছে যান্ত্রিক নানা বাহন
এই তো চলে যাচ্ছে আমার মনের আঁধার
আকাশে মেঘের সঙ্গে মিশে,
শুধু একটি ভালোবাসার স্বর্গ রেখে যাচ্ছে আমার জন্য।
চারদিকে বৃষ্টির ভেজা গন্ধ আর নির্মল নেতিয়ে পড়া পরিবেশ,
আমার ফেলে আসা জীবনের কথা খুব মনে পড়ে !
আকাশ আর আমার কান্না একাকার হয়ে যায় ।।


রচনাকাল: অগাস্ট ২৩,২০১৬, টরন্টো কানাডা I