শরৎ ও ঈদ
--সুহেল ইবনে ইসহাক

তুলোর মতো ভেসে চলা সাদা মেঘের ভেলা,
কালো ডাহুক সাদা বকের নিত্য উড়ে চলা I
বৃষ্টি ভেজা শরৎ আকাশ, শিউলি ফুলের গন্ধ,
ঈদ আসছে আবার ঘরে, চিত্ত কেন বন্ধ?
ঈদ এলো তাইতো আবার ত্যাগের অভীক্ষণ,
সঠিক ত্যাগের দীক্ষা নিয়ে গড়বো এ জীবন I


রচনাকাল : অগাস্ট ৩১,২০১৬, টরন্টো, কানাডা I