রিফাতের মোনাজাত
--সুহেল ইবনে ইসহাক
রিফাত তুলেছে দু’হাত
গ্রহণ করো মোনাজাত,
প্রিয় রহিম-রহমান
মানুষ তোমার সেরা দান I
বুঝেনা ছোট্ট অবুজ মন
কাঁদে শুধুই সারাক্ষণ,
দয়া চাহে যে তোমার
ওহে পরওয়ার দেগার ,
রাখিও সবারে খোদা
শান্তি-সুখেতে সদা I
রচনাকাল : অগাস্ট ৬,২০১৫
ডেন্টোনিয়া পার্ক,টরন্টো, কানাডা I