হৃদয়ে আঁকা ছবি
--সুহেল ইবনে ইসহাক
নই আমি ভিঞ্চি,পিকাসো বা আবেদীন
তবুও যে এঁকে যাই তোমা ছবি নিশিদিন I
ভালোবাসি তোমাকেই বোঝাতে যে পারিনা
এ ভালোবাসাতে কারো ধার ধারিনা I
লাল-সবুজ পতাকা হৃদয়ে করি ধারণ
সোনার বাংলা তোমায় ভালোবাসার এ কারণ I
রংধনু সাত রঙে আঁকি ছবি হৃদয়ে
সাথে আছি মা তব জয় কি পরাজয়ে I
সতত স্মরি তোমায় দিয়ে সব সুরভী
স্বদেশ মা আমার, হৃদয়ে আঁকা ছবি I
রচনাকাল : অগাস্ট ১৯,২০১৬, টরন্টো , কানাডা I