'আজ বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে
(সহধর্মিনী মাহবুবা আহমেদ এর প্রতি উত্সর্গ)
---সুহেল ইবনে ইসহাক
**********************************
বৃষ্টি ভেজা গোলাপের পাপড়ির মত ঠোঁট দু'খানি তোমার I
ওই পাপড়ি গুলো আজ ছোঁব
আর হে......
চল আজ বৃষ্টিতে ভিজবো I
হাতে হাত ধরে চোখ বুঝে দু'জনে বৃষ্টির জলে ভিজবো I
একটু না হয় ঠান্ডা লাগবে, লাগুক না গামছা দিয়ে বাহুডোরে
বেঁধে শুধু তোমাকেই ছোঁব,
তুমি বকবে আর আমি জোরে জোরে হাসবো I
যতদিন যতবার তোমাকে ছোঁয়েছি,
সব গল্প হয়ে জমা থাক আমার কবিতায় I
এবার চল...
দু' হাত মেলে বৃষ্টিকে উপভোগ করি,
আজ তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে I
*********************************
রচনাকাল: মার্চ ০৭,২০১৬, টরন্টো কানাডা I