শুভ্রতার শরৎকাল
--সুহেল ইবনে ইসহাক
গাঢ় নীল আকাশ, সোনা ঝরা রোদ,
দক্ষিণ দিক হতে উত্তরে শিমুলের তুলোর মতো
ভেসে চলা সাদা মেঘের ভেলা I নদীর ধারে মৃদু মন্দ
বাতাসে দোল খাওয়া সাদা সাদা কাশফুল I
সাদা বক, পাখ-পাখালির দল মহা কলরবে
ডানা মেলে আকাশের উজ্জ্বল নীলিমার প্রান্ত
মালার মতো উড়ে চলা I বাঁশঝাড়ে বাচ্চা তুলা কালো ডাহুক,
বড় পুকুর ধারে জারুল গাছে বসা মাছ শিকারী মাছরাঙা,
বাতাসে ছোট ছোট ঢেউ তুলে নদীতে পাল তুলে চলা নৌকা,
মোহনীয় চাঁদনী রাত I মায়াবী পরিবেশ I
আঁধারের বুক চিরে উড়ে বেড়ানো জোনাকীরা,
চারদিকে সজীব গাছপালার ওপর বহে যাওয়া মৃদুমন্দ বায়ু,
শিউলী, কামিনী, হাসনাহেনা, দোলনচাঁপা, বেলী,
ছাতিম, বরই, শাপলা, জারুল, রঙ্গন, টগর,
রাধাচূড়া, মধুমঞ্জুরি, শ্বেতকাঞ্চন, মল্লিকা, মাধবী,
কামিনী, নয়নতারা, ধুতরা, কল্কে, স্থলপদ্ম, কচুরী,
সন্ধ্যামণি, জিঙে, জয়ন্তীসহ নাম না জানা
নানা জাতের ফুলের গন্ধে মৌ মৌ করা বাতাস I
চারপাশের শুভ্রতার মাঝে বৃষ্টির ফোঁটা, বৃষ্টিশেষে আবারো রোদ I
দিগন্তজুড়ে সাতরঙা হাসি দিয়ে ফুটে ওঠা রংধনু।
এ দৃশ্য শুধু এক ঋতুতেই চোখে পড়ে I
সে শরৎ, শুভ্রতার ঋতু I মোহনীয় ঋতু I
রচনাকাল : অগাস্ট ১৯,২০১৬, টরন্টো, কানাডা I