রক্তঝরা দিন (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
অগাস্ট মাসের পনেরো তারিখ রক্তঝরা দিন I
হায়েনাদের বুলেট করলো, ঝাঁজরা পিতার বুক
শেখ মুজিব নয় ,হত্যা করলো সব বাঙালির সুখ II
জাতির জন্য ঘাতকেরা তাই ,
বড়ই অর্বাচীন I
শিশু রাসেলের আহাজারি
আকাশ-বাতাস করলো ভারী II
তাজা বুকের রক্তে গড়া,
স্মৃতি অমলিন I
অগাস্ট মাসের পনেরো তারিখ রক্তঝরা দিন I
জাতির পিতা মারলো যারা
দেশ-জনতার শত্রু তারা II
বিনাশ হলো জাতির হৃদয়,
নামলো যে দুর্দিন I
অগাস্ট মাসের পনেরো তারিখ রক্তঝরা দিন I
পিতাহারা বুকের দহন
অন্ধকারে জাতির স্বপন II
শক্তি,সাহস নিয়ে আজি,
শোধবো জাতির ঋণ I
অগাস্ট মাসের পনেরো তারিখ রক্তঝরা দিন I
রচনাকাল :জুন ২৪,২০১৬, টরোন্টো, কানাডা I