আমি আছি বন্ধু  
   --সুহেল ইবনে ইসহাক

যত দূরে যাও না বন্ধু আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে I
কাছে আমায় পাবে বন্ধু হাত বাড়াবে যবে,
যদি না পাও জেনো বন্ধু আমি নেই আর ভবে I


রচনাকাল : অগাস্ট ১২, ২০১৬, টরন্টো, কানাডা I