স্বপ্নই প্রেরণা
--সুহেল ইবনে ইসহাক
স্বপ্ন দেখি সর্বদা, জেগে কিংবা তন্দ্রায়,
স্বপ্ন ও স্বপ্ন দেখা-ই বাঁচিয়ে রাখে এই বসুন্ধরায়,
সিলেটের সবুজ দুটি কুঁড়ি ও একটি পাতার মতো শ্যামল
হাকালুকির মতো বিশাল,
মাধবকুন্ডের জলপ্রপাতের মতো বিরহে পাগলপারা,
কাঙ্খিত স্বপ্ন সুউচ্চ সি.এন. টাওয়ারের মতো
আকাশ ছুতে উদগ্রীব,
অতঃপর ব্যর্থ I
স্বপ্ন, কখনো নায়াগ্রার মুখের মতো ধোঁয়াশা,
হিমালয়ের বুকের মতো বিচূর্ণ,
অথবা ব্যারেনের অগ্নিগর্ভ I
স্বপ্ন কখনওবা হৃদয় থেকে তুলে আনা
উত্তপ্ত লাভা সদৃশ,
দহন করে চিত্তকে I
কত স্বপ্ন অলীক হয়ে মিশে গেছে
বঙ্গোপসাগরের ঊর্মিতে,
রানাপ্লাজার অনশিষ্টাংশের মতো
টরোন্টোর তুষারাচ্ছন্ন দীর্ঘতম শুভ্র ইয়াং স্ট্রিটে,
কিংবা শীতের শুরুতে ম্যাপেল গাছের
ঝরে পড়া হলুদ, লাল পাতার ন্যায় I
তবুও সবাই স্বপ্ন দেখে
স্বপ্নই সতত বেঁচে থাকার প্রেরণা I
রচনাকাল: অগাস্ট ৩, ২০১৬, টরন্টো, কানাডা