কৃষ্ণকায় চন্দ্রিমা
--সুহেল ইবনে ইসহাক
---------------------------------------------------------
শান্ত নদীর ঢেউয়ের মাঝে
মনটা শুধু তোমায় খুঁজে,
তুমি আছো এই অন্তরে I
বসে আছি নদীর তীরে
কত স্বপ্ন তোমায় ঘিরে,
কেমনে বুঝাই মন তোরে?
তুমি শুধুই আমার হবে
সারা সময় পাশে রবে,
যথা নদীর বুকে জল I
জানিনা কাল কোথায় রবো
স্মৃতি গুলো রেখে যাবো,
আমায় স্মরিবে কি বল?
দূর আকাশে চাঁদের আলো
প্রিয়া তুমি থেকো ভালো,
কৃষ্ণকায় তুমি চন্দ্রিমা I
জীবন সাথী হয়ে থেকো
তব বুকে আমায় রেখো,
পুলকের যেন নেই সীমা II
রচনাকাল: জুলাই ৩০, ২০১৬, টরন্টো, কানাডা I