তুমি শেষ ঠিকানা
   --সুহেল ইবনে ইসহাক

(আমার প্রেয়সী,মানস প্রতিমা,প্রিয়তমা,
অর্ধাঙ্গিনী মাহবুবা আহমেদ কে উৎসর্গকৃত)
========================
বুঝেছে নয়ন হাজারে একজন
তুমিযে আমার সেই প্রিয়জন,
কেন তুমি জানোনা?

দুটি মনের না বলা কথা
স্বপ্নিল চোখে সুখের বারতা,
তোমার নেশা ভরা ঐ দুটি আঁখি
ভালোবাসায় আছো ধরে রাখি,  
জীবনের আশা তুমি, তুমিই শেষ ঠিকানা II

তুমি যে আমার
বুকের কাঁপন দিবারাতি অবিরত,
ললাটে জড়ানো চিকন হাসি
হৃদয় অলিন্দে প্রেমগীত শতশত,
ভালোবাসা বিলিয়ে দেবো প্রাণভরিয়া
অমলিন সুখের তরে অন্তকাল ধরিয়া,
হৃদয়ের এই বাসনা II

রচনাকাল :১৫ জুলাই ,২০১৬ টরোন্টো,কানাডা I